বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারি রবিবার ফুলগাজী বাজারের মমতাজ মার্কেট জামে মসজিদে এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও ফেনী জেলা ওলামা দলের আহবায়ক কমিটির সদস্য বেলাল হোসেনের সঞ্চালনায় সার্বিক পরিচালনা করেন ফেনী জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মিজানুর রহমান ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক গোলাম রসুল মজুমদার, যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, যুগ্ন আহবায়ক কফিল উদ্দিন পাটোয়ারী, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য কাউছার চৌধুরী ও আরিফুল ইসলাম সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬০ জন কোরআনে হাফেজ অংশগ্রহণ করেছে। তার মধ্যে ১০ জনকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া এই ১০ জনকে আগামী ১৭ ই ফেব্রুয়ারি ফেনীতে মূল পর্বে ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা হয়েছে।