নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর জিএসটি (জেনারেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি) টেকনিক্যাল কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপাচার্যরা গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবারের জিএসটি গুচ্ছে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
উপাচার্যদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ২৫ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক) ২ মে ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ৯ মে অনুষ্ঠিত হবে।
টেকনিক্যাল কমিটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি থাকবেন, যিনি টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা আগামী ২৭ বা ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা করেছি। ভর্তি পরীক্ষা এপ্রিলের শেষ ও মে মাসের শুরুতে অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘টেকনিক্যাল কমিটির মূল দায়িত্ব হলো ভর্তির বিজ্ঞপ্তি, মাইগ্রেশন প্রক্রিয়া, বিজ্ঞাপনসহ ভর্তি সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত বিষয় সমন্বয় করা। এছাড়া পরীক্ষার সময়সূচি নির্ধারণ ও তদারকিও এ কমিটির অন্যতম কাজ।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে গেলেও ১৯টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবারও যৌথভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।