ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পরিক্ষা শুরু হয়ে সাড়ে ১২ টায় শেষ হয়।
কার্জন হলের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য বলেন, ‘এ’ ইউনিটে ১,৪৬,৮১১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ঢাকাসহ সারা দেশে আটটি বিভাগীয় শহরে এ বিশাল আয়োজন। প্রতিটি আসনের জন্য প্রায় ৭৮ জন পরিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
ঢাবি উপাচার্য অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তীব্র প্রতিযোগিতামূলক পরিক্ষা হওয়ায় বেশির ভাগ পরিক্ষার্থী অকৃতকার্য হবে। আমরা যেন তাদের তিরস্কার না করি এবং মনে কষ্ট না দিই। এমন পরিক্ষাগুলো অংশগ্রহণ করলে আত্মবিশ্বাস বাড়ে।
ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরিক্ষার প্রশ্নে অসংগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাবি ভিসি বলে,পরিক্ষার প্রশ্ন পত্র ফাঁশ হয়নি। তাই পুনোরায় পরিক্ষা নেওয়া হবে না। পরিক্ষার্থীদের কথা বিবেচনা করেই আমাদের গঠিত কমিটি আজকালের মধ্যেই বিবৃতি দিবে।
বিজ্ঞান অনুষদের থেকে প্রাপ্ত বিবৃতি অনুযায়ী আজকের পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ১,৪৬,৮১১ জন। আবেদনকারীদের মধ্যে ১,৩৮,৮৪৮ জন বিজ্ঞান শাখা, ৭,০৯০ জন মানবিক শাখা এবং ৮৭৩ জন ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী।
ঢাকা ও ঢাকার বাইরের ৭টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮২,৩১২ জন এবং বাকি বিভাগীয় শহরগুলোতে ৬৪,৪৯৯ জন।
এ বছর বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ১,৮৯৬টি, এর মধ্যে বিজ্ঞান শাখায় ১৮২০টি, মানবিক শাখায় ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৫টি আসন রয়েছে। প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর অনুপাতে ৭৭ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।