ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করায় পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের সকল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা-যশোর, ফরিদপুর-বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি নামক স্থানে অবরোধ শুরু করেন।
অন্যদিকে, হামিরদী ইউনিয়ন সহ আরও তিন চারটি ইউনিয়নের লোকজন ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া নামক স্থান আটকে দেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ২১ জেলার যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন (আলগী ও হামিরদী) কেটে ফরিদপুর-আসনের (নগরকান্দা সালথা) সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিষয়টি ছড়িয়ে পড়লে ভাঙ্গা উপজেলার সর্বসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দুই ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন। তাদের দাবি স্বাধীন হওয়ার পর থেকে দুটি ইউনিয়ন ভাঙ্গা উপজেলার সঙ্গে সংলগ্ন, তাদের জীবন থাকতে নগরকান্দার মধ্যে অন্তর্ভুক্ত হতে দিবেন না।
তাদের বক্তব্য, ভাঙ্গার সঙ্গে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাস্তা থেকে সরে যাবেন না, প্রয়োজন হলে রাস্তায় তাদের জীবন যাবে তবু ১ ইঞ্চি মাটিও নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত হবে না। এদিকে স্থানীয়দের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনিও কড়া হুঁশিয়ারি দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। যেকোনো মূল্যে ইউনিয়ন দুটি ফিরিয়ে আনতে জনগণের পাশে থেকে আন্দোলন করার ঘোষণা দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ‘ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের দুটি পয়েন্ট পুখুরিয়া বাসস্ট্যান্ড ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়াও ঢাকা মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন গ্রামবাসীরা। এতে প্রায় ৩ ঘণ্টা মহাসড়কের সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে