শ্যামপুর থানা প্রেসক্লাবের হলরুমে ১৬ই মার্চ (রোববার) সন্ধ্যায় দেশের প্রথম সারির জাতীয় দৈনিক ’যুগান্তর’ পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মরহুম নুরুল ইসলামের স্মরণে বিশেষ মোনাজাত ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়। এ সময় অসহায় ও দুস্থদের মাঝে খাবার, নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, দৈনিক যুগান্তর দেশের একটি প্রধানতম দৈনিক পত্রিকা হিসাবে চলমান উন্নয়ন ও সমৃদ্ধির বড় অংশীদার। যুগান্তর একদিকে যেমন জনমানুষের জীবন সঙ্কটের খবর পাঠকসমাজের সামনে সাবলীলভাবে তুলে ধরেন, তেমনি দেশের স্বার্থে বহু অসংগতির খবর যুগান্তরের সাংবাদিকদের সাহসী কলমে উঠে আসে।
পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুগান্তরের সিটি রিপোর্টার মোঃ হা-মিম এম এ তিনি বলেন, যুগান্তর এমন একটি সংবাদমাধ্যম যা ২৬ বছরের পথ চলায় কোটি মানুষের হৃদয়ের কন্ঠস্বরে পরিণত হয়েছে। যুগান্তরের রয়েছে একদল সাহসী সাংবাদিক যাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা দেশের সমস্ত খবরাখবর মূহুর্তেই ‘যুগান্তর’ পৌছে দিচ্ছে দেশের একপ্রান্ত থেকে বিশ্বের অন্য প্রান্তে।
জুলাই গণঅভ্যূত্থানে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করতে গণমানুষের পক্ষের শক্তি হয়ে যুগান্তরের ভূমিকা ছিলো অত্যান্ত গুরুত্তপূর্ণ। বাংলাদেশসহ সারা বিশ্বের চলমান উন্নয়নে আগামীতেও দৈনিক যুগান্তর দেশ ও মানুষের সঙ্গে থাকবে ও যুগান্তরের সাহসী ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসাবে দৈনিক যুগান্তর-এর আগামী দিনের জন্য সুন্দর আর একটি উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (জনি), আনন্দ টিভির সিটি রিপোর্টার ও শ্যামপুর থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোঃ মনির হোসেন, যুগান্তরের কমল নগর ও রামগতি উপজেলা প্রতিনিধি, এম শাহরিয়ার কামাল, দৈনিক স্বাধীন বার্তা’র সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম, শ্যামপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ সুজন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইদ্রিসুর রহমান হৃদয়,
আরো উপস্থিত ছিলেন, পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সাজেদুল কবির, গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার রিপোর্টার জহিরুল ইসলাম পিলু, চ্যানেল এস এর রিপোর্টার শফিক চৌধুরী, মফস্বল বার্তার প্রতিবেদক আসাদুল সেখ, দৈনিক অগ্নিশিখার সাংবাদিক সিরাজুল ইসলাম, আলোর জগতের মনিরুল ইসলাম, রাজধানী টিভির প্রতিনিধি মোঃ বাদল শেখ, দৈনিক আজকালের কন্ঠ’র মোহাম্মদ মুসা, দৈনিক গ্লোবাল নিউজের আনোয়ার হোসেন, দৈনিক মাতৃভূমি পত্রিকার সাংবাদিক মোঃ মনির হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম খান, ব্যবসায়িক হাসিবুল ইসলাম হাসিব, ফেরদাউস সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিশেষ মোনাজাতে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান দৈনিক যুগান্তরের প্রকাশক, অ্যাডভোকেট সালমা ইসলাম এবং যমুনা গ্রুপের পরিচালকসহ তাদের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।