ফেনীর পরশুরামে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ স্বাভাবিক রাখা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
রমজান মাসের পরশুরাম বাজার সহ অন্যান্য ৮টি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকল দলের প্রতিনিধিদের মাধ্যমে কমিটি গঠন করে তদারকি করা ও পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন এর মাধ্যমে বাজার মনিটরিং এর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল উক্ত সভায় বক্তব্য রাখেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম, পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলিম, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাদের মিনার, টিসিবির ডিলার কামরুল হাসান বাবু ও বিসমিল্লাহ ফিশারীজের স্বত্বাধিকারী রবিউল আলম চৌধুরী সহ প্রমুখ ব্যক্তিবর্গ।