 
																
								
                                    
									
                                 
							
							 
                    মৌলভীবাজারে এক সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের বর্বরোচিত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রেসক্লাব। জানা গেছে, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য মো. শাহজাহান মিয়া মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ভয়াবহ হামলার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মসজিদের অজু খানায় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা তাকে মারাত্মকভাবে প্রহৃত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ এবং সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, “সাংবাদিকদের ওপর এমন কাপুরুষোচিত হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। এই ধরনের ঘটনা মুক্ত গণমাধ্যমের আদর্শ ও ৩৬ জুলাইয়ের চেতনার পরিপন্থী।”
তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহত সাংবাদিক শাহজাহানের দ্রুত আরোগ্য কামনা করেন।
স্থানীয় সাংবাদিক মহল ও পেশাদার সংগঠনগুলো এ ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে।