ফেনীর ফুলগাজী উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ স্বাভাবিক রাখা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৬ ফেব্রুয়ারি উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া। প্রস্তুতি সভার শুরুতে উন্মুক্ত আলোচনা সভায় বিভিন্ন আলোচকরা ফুলগাজী বাজারসহ বিভিন্ন স্থানে গরুর মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়া ফুলগাজী ও মুন্সিরহাট বাজারের যানজট নিরসন ও রমজানে রেস্তোরাঁ নিয়ে বিশেষ আলোচনা করা হয়েছে।ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ তার বক্তব্যে সম্প্রতি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের ফলে ইটের দাম প্রতি হাজারে তিন থেকে চার হাজার টাকায় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন। এছাড়া এই বিষয় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মুন্সীরহাট বাজার কমিটির আহ্বায়ক আবু তাহের তার বক্তব্যে মুন্সীরহাট বাজারের উপর ঢালাই সড়কের পাশে নিচু ফুটপাতের কারণে ক্রেতা বিক্রেতার অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া বলেন, দ্রব্যসামগ্ৰীর মজুমদার, নিত্যপণ্য সরবরাহ ও দাম স্থিতিশীল তিশীল রাখতে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে। এছাড়া হিন্দু রেস্তোরাঁয় রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, এলজিইডি প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, একাডেমিক সুপারভাইজার মোঃ মোয়াজ্জেম ও ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাছির।
এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, ফুলগাজী বাজার কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম, মুন্সীরহাট বাজার কমিটির আহ্বায়ক আবু তাহের, ছাত্র প্রতিনিধি আব্দুর রহিম বাবু ও কামরুজ্জামান চৌধুরী সহ প্রমুখ ব্যক্তিবর্গ।