1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, শিকারে নামতে প্রস্তুত জেলেরা সময় এসেছে পরিবর্তনের: জাতিসংঘকে তাল মেলাতে হবে, বললেন ড. ইউনূস নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ ও ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন প্রেস সচিব সালমান শাহ হত্যা মামলা: পলাতক আসামিদের অবস্থান শনাক্তে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ থাইল্যান্ডের বিপক্ষে বিকালে মাঠে নামছে বাংলাদেশ

সিডনিতে ভারতীয় সিনেমায় অভিনয়ে মুগ্ধ করলেন বাংলাদেশি রুপন্তি

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫

অস্ট্রেলিয়া-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত আলি সায়েদ পরিচালিত ‘হিন্দি ভিন্দি’ সিনেমায় রিয়ানা চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেত্রী রুপন্তি আকিদ। গত ২৭ ফেব্রুয়ারি সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। সিডনিতে প্রথম দিনেই আলোচনায় আসে সিনেমা ‘হিন্দি ভিন্দি’। এ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী। 

রুপন্তির এ সাফল্যে সিডনির বাংলাদেশিরা গর্বিত। এখন সিডনিতে রয়েছেন বাংলাদেশের অভিনেতা মাজনুন মিজান। তিনি প্রিমিয়ার শোতে আমন্ত্রিত হয়ে সিনেমাটি দেখেছেন।  এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘রুপন্তি আমাদের গর্ব। ও ভালো অভিনয় করে, তা আমি জানি। কিন্তু এ সিনেমায় ও আরও বেশি ছাড়িয়ে গেছে। তার এ সাফল্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা।’

‘হিন্দি ভিন্দি’ ভারতীয় উপমহাদেশের এক তরুণ কবিরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প। চরিত্রটি করেছেন বলিউডের উদীয়মান তারকা মিহির আহুজা। কবির অস্ট্রেলীয় সংগীতশিল্পী। তার সাংস্কৃতিক পরিচয় নিয়ে দ্বিধাগ্রস্ত। ভাষার বাধার কারণে তার নানির (নীনা গুপ্তা) সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। তবে একপর্যায়ে সংগীতের মাধ্যমে কবির ও তার নানির মধ্যে বন্ধন গড়ে ওঠে। আর কবিরেরই বন্ধু রিয়ানা চরিত্রে অভিনয় করেছেন রুপন্তি আকিদ। রিয়ানা বহু সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা একজন তরুণী। 

রুপন্তি আকিদ ছাড়াও অস্ট্রেলিয়ার সংগীত তারকা গাই সেবাস্টিয়ানও অভিনয় করেছেন এ সিনেমায়। এটাই তার অভিষেক চলচ্চিত্র। অস্ট্রেলিয়ার ‘চ্যানেল ৭’-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘সানরাইজ’-এ ‘হিন্দি ভিন্দি’ নিয়ে এক সাক্ষাৎকারে সেবাস্টিয়ান বলেন, ‘আমার মা-ও ভারতীয় ছিলেন। তাই গল্পটি আমাকে স্পর্শ করে; সুযোগ পেতেই রাজি হয়ে যাই।’ ছবিটিতে তার সংগীতের পাশাপাশি অভিনয় দক্ষতাও দর্শকদের মুগ্ধ করেছে। 

এ সিনেমায় আরও দুই বাংলাদেশির উপস্থিতি সবার নজর কেড়েছে। পরিবেশক প্রধান হিসেবে কাজ করছেন তানিম মান্নান আর পোস্টার নকশা করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। তানিম মান্নান বলেন, ‘এ চলচ্চিত্রে বাংলাদেশি তিনজনের তিন মাত্রায় অংশগ্রহণ রয়েছে, এটা ভাবতেই ভালো লাগছে। রুপন্তির অভিনয় যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি সায়েমের পোস্টার নকশাও প্রশংসিত হয়েছে।’

অস্ট্রেলীয় প্রবাসী বাংলাদেশি প্রযোজক-সমাজকর্মী রইসুদ্দীন রাসেল বলেন, রুপন্তির অভিনয়ে একটি স্বাভাবিক দক্ষতা আছে। তিনি যে চরিত্রেই অভিনয় করেন, জীবন্ত হয়ে ওঠে। এ সিনেমায় তার অভিনয় দক্ষতা নতুনমাত্রা পেয়েছে। তিনি বলেন, শুধু একজন অভিনেত্রী নন, তিনি আমাদের সংস্কৃতির প্রতিনিধি। রুপন্তি আকিদের এ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জনই নয়, দক্ষিণ এশীয় তরুণদের জন্য প্রেরণা হয়ে থাকবে।

সিডনির স্থানীয় থিয়েটার ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে রুপন্তি আকিদের অভিনয় যাত্রা শুরু। অস্ট্রেলিয়ার বহু সংস্কৃতির পরিবেশে নিজের প্রতিভাকে তিনি বিকশিত করেছেন। স্থানীয় থিয়েটার গ্রুপ ও কমিউনিটি আয়োজনে নিয়মিত অংশ নিয়ে সিডনির বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে পরিচিত হয়ে ওঠেন।

উল্লেখ্য, ২০১৩ সালে সাগর জাহানের আংটি দিয়ে নাটকে রুপন্তির যাত্রা শুরু। পরের দুই বছরে করেছেন মাহফুজ আহমেদের কেবলই রাত হয়ে যায়, হ্যালো বাংলাদেশ নামে দুটি নাটক। গত বছর শিহাব শাহীন পরিচালিত চরকির অরিজিনাল সিনেমা কাছের মানুষ দূরে থুইয়া-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রুপন্তি। ‘হিন্দি ভিন্দি’ ছাড়াও বাংলাদেশের সরকারি অনুদানে নির্মিত সিনেমা বনলতা সেনের শুটিং শেষ করেছেন। সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon