ফেনীর সোনাগাজী উপজেলায় আলহাজ্ব সোলাইমান ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান দের সম্মানে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। গতকাল ৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে আলহাজ্ব সোলাইমান ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলাইমান ভুঁইয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতিগন্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অনন্য নেতৃবৃন্দ। উক্ত ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করেন অত্র উপজেলার বিশিষ্ট খতিব মাওলানা আব্দুল খালেক।