1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
শনিবার, ০৩ মে ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর রাঙাবালিতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিরর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে কামরুল হাসান মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মো সায়েম খান. রাঙ্গাবালী. পটুয়াখালী

বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙ্গাবালী সদর ইউনিয়নের চর যমুনা গ্রামে শতাধিক নারী-পুরুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় নারীরা ঝাড়ু ও জুতা হাতে নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কামরুল হাসান মল্লিকের বাবা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, তার বড় ভাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং ছোট ভাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। পরিবারের প্রভাব বিস্তার করে কামরুল স্বৈরাচারী শাসনামলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, নামে-বেনামে টেন্ডারবাজি এবং সরকারি প্রকল্প আত্মসাৎ করেছেন। তৎকালীন এমপি, ইউএনও ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগসাজশ করে তিনি উপজেলার হাট-বাজার, খেয়াঘাট, মুজিববর্ষের সরকারি ঘর ও সরকারি প্রকল্প নিয়ন্ত্রণে নিয়ে লুটপাট করেছেন।

বক্তারা আরও জানান, বর্তমানে সাংবাদিকতার আড়ালে ব্ল্যাকমেইলিং চালিয়ে যাচ্ছেন কামরুল হাসান মল্লিক। সম্প্রতি চর যমুনা গ্রামের কৃষক জুয়েল সিকদারের ব্যক্তিমালিকানাধীন মাছের ঘেরে গিয়ে তিনি ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ১০ হাজার টাকা দিলেও পুরো টাকা দিতে না পারায় জুয়েলকে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে হয়রানি করেন।
এছাড়াও, চর যমুনার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এলাকার মানুষজন রান্নার জন্য বনায়নের শুখনো কাঠ সংগ্রহ করে থাকেন। কিন্তু কামরুল হাসান সেই দৃশ্য ধারণ করে, বনাঞ্চলের গাছ কেটে পাচার করা হচ্ছে বলে সংবাদ প্রচার করেন। পাশাপাশি স্থানীয়দের প্রকৃত মতামত আড়াল করে মনগড়া বক্তব্য ধারণ করে প্রচার করেন বলেও অভিযোগ ওঠেছে।

এলাকাবাসী কামরুল হাসানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, “পতিত স্বৈরাচারের দোসর” কামরুল হাসানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

মানববন্ধনে বক্তব্য দেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জুয়েল মীর, রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মাঝী, স্থানীয় কৃষক জুয়েল শিকদার ও শিক্ষার্থী মো. নাসিম প্রমুখ।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. এমারৎ হোসেন বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon