ফেনীতে হেফাজতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠান আলেম ওলামাদের মিলনমেলায় পরিণত হয়েছে। গতকাল শুক্রবার ৭ই মার্চ শহরে অবস্থিত ঐতিহাসিক মিজান ময়দানে ওলামায়ে কেরাম, প্রশাসনিক ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও রোজদার মুসল্লিদের সম্মানে এই আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা আজিজুল হক, সহকারী সাংগঠনিক সম্পাদক সামছুল হক জিলানী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, জামায়াত ইসলামীর জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, স্টার লাইন গ্ৰুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল ও ইসলামী আন্দোলন এর জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া।
মাওলানা আজিজুল হক তার বক্তব্যে বলেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ও জুলাই হত্যাকাণ্ড সহ সকল গণহত্যার বিচার কার্যক্রম হওয়া ছাড়া আওয়ামীলীগ এ দেশে রাজনৈতিক কার্যক্রম চালু করতে পারবে না। রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি আওয়ামী লীগের বিগত ১৫ বছরের সকল অপকর্মের বিচার করতে হবে। বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকারের আমলে বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামের অনেক নেতা কর্মী জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে এই ৩ দল ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ও ফ্যাসিবাদ মুক্ত রাখতে পারব।