৫ আগস্টের পর থেকে একটি দল বেহেস্তের টিকেট বিক্রি করছে। তাদের কোনো জনসমর্থন না থাকায় তারা মানুষকে শপথ করাচ্ছে। ফেনীর ফুলগাজীর মুন্সীরহাটে বিএনপির ইফতার মাহফিলে এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
ফুলগাছিয়া উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন ও দরবারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ মার্চ বিকেলে মুন্সীরহাট আলি আজম স্কুল এন্ড কলেজে দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত জুলাই আগস্ট এর আন্দোলনে বিএনপি’র ৪০০ এর বেশি সংখ্যক নেতাকর্মী নিহত হয়েছে। তিনি আরো বলেছেন একটি দল বেহেস্তের টিকেট বিক্রি করছে। প্রতিটি গ্রামে ওই দলের কোন জনসমর্থন নেই। তারা যদি কোন শপথ করাতে আসে নারী-পুরুষ সবাই মিলে উত্তম মধ্যম দিবেন। বিএনপির নতুন ঈদের করে তিনি বলেন চাঁদাবাজি ও দুর্নীতির কারণে আওয়ামী লীগ এ দেশ ছেড়ে পালিয়েছে। এমন কাজ যদি বিএনপি করে তাহলে বিএনপিকে ও অবশ্যই শাস্তি পেতে হবে।
ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন ভূঁইয়া টিপুর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ইয়াকুব নবী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, দরবারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী বাবলু, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক খোকন ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
উক্ত ইফতার মাহফিলে প্রায় ২০০ এর বেশি সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছে।