ফেনীর পরশুরাম উপজেলার ৩ নং চিথলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিএনপি’র ইফতার মাহফিল। ইফতার মাহফিলে সমাগম হয়েছে প্রায় ৪ হাজার মানুষের। গতকাল ১০ মার্চ সোমবার চিথলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাজষপুর বাজারে চিথলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সি নজরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহীম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ ও সদস্য সচিব আবুল হোসেন।
অত্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রাশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চিথলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিল শেষে পরশুরামের জুলাই বিপ্লবের শহীদ ইকরাম হোসেন কাউসারের কবর জিয়ারত ও তার রুমের মাগফিরাত কামনা করে দোয়া করেন বিএনপি নেতা রফিকুল আলম মজনু।