1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

মৌলভীবাজারে ৩ শতাধিক পরিবারে খাদ্য ও নগদ অর্থ সহায়তা

আলী মোহাম্মদ মঞ্জুর, জেলা (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এক মহতী উদ্যোগ নিয়েছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে। সংগঠনের অর্থায়নে এবং মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় শত শত অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল (শনিবার) মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর (বাউরঘড়িয়া) সৈয়দ তাহিরুনন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. শাহজাহান। এরপর সংগঠনের মৌলভীবাজার শাখার চেয়ারপার্সন ডা. ছাদিক আহমদের সভাপতিত্বে এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও সংগঠনের সিনিয়র সদস্য এস এম উমেদ আলীর সঞ্চালনায় এক অনুপ্রেরণামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার আইনজীবী সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন, “ঈদের খুশি যেন কেবল সচ্ছলদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেই লক্ষ্যে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

এছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ এবং মৌলভীবাজার জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, শিশু রোগ বিশেষজ্ঞ ও সমাজসেবক ডা. এ. কে জিল্লুল হক, বিশিষ্ট সাংবাদিক মো. মাহবুবুর রহমান রাহেলসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ মহতী উদ্যোগের মাধ্যমে প্রায় ২০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, ময়দা, দুধ, সেমাই, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ১০০টি পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়, যাতে তারা ঈদের আনন্দ যথাযথভাবে উদযাপন করতে পারেন।

এই মহতী উদ্যোগে সহায়তাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেন, “এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষরাও ঈদের খুশিতে শামিল হতে পারেন।”

মানবতার সেবায় জিএসসি ইউকের এক অনন্য নজির!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon