ফেনীর পরশুরামে দীর্ঘ ২০ বছর পর প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পরশুরাম উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। দীর্ঘ ২০ বছর পর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতাকর্মীরা একে অপরের সাথে মিলিত হতে পেরে আনন্দ উচ্ছ্বাস করতে দেখা গিয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর মজুমদার, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদ।
আরো উপস্থিত ছিনে, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আহমেদ আজম চৌধুরী, মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার, চিথলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জহির ও যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন সহ প্রমুখ ব্যক্তিবর্গ।