ফেনীর পরশুরাম উপজেলার পরশুরাম প্রেসক্লাবের উদ্যোগে সুধীজনদের সম্মাননায় অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। গতকাল মঙ্গলবার ১১ মার্চ পরশুরাম ডাকবাংলা রোডে অবস্থিত পরশুরাম কমিউনিটি সেন্টারে পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য মাওলানা নূর মোহাম্মদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম ও পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন পরশুরাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা।
উক্ত ইফতার মাহফিলে অংশ নেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক আমার দেশের ফেনী প্রতিনিধি এম ইউসুফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শামছুল আলম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আইয়ুব হোসেন, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, পরশুরাম পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, মিশন হেল্প ফাউন্ডেশন এর সভাপতি ইমাম হোসেন সজীব, পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্য সচিব কামরুল হাসান বাবু সহ প্রমুখ ব্যক্তিবর্গ।