ফেনীর পরশুরাম উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) এর আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাদের মিনার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সমাবেশে নারী নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে সকলে একাত্বতা প্রকাশ করেছেন। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ইউসুফ বকুল। পরশুরামে অবস্থিত অফিসার্স ক্লাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।