 
																
								
                                    
									
                                 
							
							 
                    ফেনী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। গতকাল রোববার ২৩ মার্চ কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে উক্ত ইফতার মাহফিল। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক গোলাম মোঃ বাতেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফেনী সরকারি কলেজ জামে মসজিদের খতিব মোঃ উল্লাহ। এই সময় আয়োজিত ইফতার মাহফিলে অত্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।