ফেনী শহরের মিজান ময়দানে ফেনী পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ মার্চ রবিবার উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।
ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েম বিন বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এমএ খালেক, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও ইয়াকুব নবী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপি’র আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ বরাত, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ও আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল, ওলামা দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক ও শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
উক্ত মাহফিলে মুনাজাত পরিচালনা করেন তমিজিয়া মসজিদের মুয়াজ্জিন হাবিব উল্লাহ। এছাড়া বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ ও অংশ নিয়েছেন উক্ত ইফতার মাহফিলে।