 
																
								
                                    
									
                                 
							
							 
                    ফেনীর সোনাগাজী উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ মার্চ বিকেলে সোনাগাজী পৌর শহরের হারবি কাবাব রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ফেনী জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, ইসলামী ফোরাম আফ্রিকার সভাপতি মেজবাহ উদ্দিন ফারুকী, সোনাগাজী পৌর জামায়াতের আমির কালিম উল্যাহ ও সেক্রেটারি মহসিন পাটোয়ারী সহ প্রমুখ ব্যক্তিবর্গ। উক্ত ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নবাবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ জিয়াউর রহমান।