দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী শাখার কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ২ এপ্রিল বৈকাল সাড়ে ৪ টায় ফুলবাড়ী উপজেলার চৌধুরী মোড়ে এই কার্যালয়ে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি ফুলবাড়ি শাখার অন্যতম প্রতিনিধি মোঃ ইমরান চৌধুরী নিশাদ।
আহমেদ জাকির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্নু মুখ্য সমন্বয়ক কেন্দ্রীয় কমিটি ও আহবায়ক হেলথ উইং কেন্দ্রীয় কমিটি ডাঃ আব্দুল আহাদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
উদ্বোধনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মনজুরুল হক,ও সেনা কল্যাণ সংস্থার ফুলবাড়ি শাখার সাধারণ সম্পাদক খাইবুবুর রহমান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি ফুলবাড়ী শাখার সকল সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ি শাখার কার্যালয় উদ্বোধনে ডাঃ আব্দুল আহাদ বলেন আমরা একাত্তরের স্বাধীনতাকে অস্বীকার করছি না ২৪ এর স্বাধীনতা সময় আপনারা দেখেছেন কিভাবে ফ্যাসিবাদি সরকারের বাহিনী আমাদের নিরস্ত্র ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে। বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছি শুধুমাত্র একটি স্বাধীন সার্বভৌমত্ব ও বৈষম্য মুক্ত দেশ গড়ার প্রত্যয় ।
আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি। হাসিনা সরকার যেভাবে দেশে দুর্নীতি অর্থ লুটপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠানিক ট্রানজিট সুবিধা দিয়েছে ভারতকে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ারও চুক্তি করেছে। সকল চুক্তি বাতিল করে প্রয়োজন দেশের সংস্কার চলছে সম্পূর্ণরূপে সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না কিন্তু কিছু স্বার্থবাদী দল শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়েছে। সম্পূর্ণরূপে সংস্কার না হলে আমরা অনেক পিছিয়ে যাব তাই সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ২৪এর স্বাধীনতার মত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে প্রয়োজনে আরো জীবন দেব বাংলাদেশকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।