ঈদের মতো পবিত্র ধর্মীয় উৎসবকে কটাক্ষ করে অবমাননা করা হয়েছে, এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি ব্যবহারকে তিনি ‘অদ্ভুত’ ও ‘জঘন্য মনোভাবের বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করে বলেন, এ ঘটনায় পত্রিকাটিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
সোমবার (আজ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ করতে দ্বিধা করে নাই।’
তিনি আরও লিখেন, ‘প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভূত আচরণ? প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’
উল্লেখ্য, প্রথম আলো পত্রিকার ৩০ মার্চের সংখ্যায় প্রকাশিত এক ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করা হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। আলেমসমাজসহ সাধারণ মানুষের অনেকে বিষয়টিকে ঈদের পবিত্রতা নিয়ে কটাক্ষ হিসেবে দেখছেন এবং তীব্র নিন্দা জানাচ্ছেন।
২০০৭ সালে ধর্ম অবমাননার অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবি ওঠে এবং দেশজুড়ে প্রতিবাদ হয়। পরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের মধ্যস্থতায়, বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা উবায়দুল হকের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা ও তাওবা করেন মতিউর রহমান। সে সময় তিনি বলেছিলেন, ‘ধর্মে আঘাত আসে এমন কিছু আর কখনোই করবেন না।’
সাম্প্রতিক ঘটনায় প্রথম আলো নিষিদ্ধের দাবিও তুলেছেন অনেকে। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ বিভিন্ন ইসলামী দল নিন্দা জানিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো জামায়াত ইসলামীর অবস্থানও।