1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
শনিবার, ০৩ মে ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে দিনাজপুর ৫- আসনের বিএনপি’র যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, ফুলবাড়ী, ি(দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ হল রুমে বিকাল ৩ টায় এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মর্তুজাহক শাহ অষ্টিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহবায়ক হীরা সরকার, যুগ্ন আহবায়ক মারুফ হোসেন,পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড,শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহবায়ক ইমাম হাসান মোনাজ সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও ফুলবাড়ী সাত ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে, যারা রাজপথে ছিল তাদেরকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে ।

দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মোঃ সাহাজুল ইসলাম বলেন দলের দুর্দিনের কাজ করেছি জেল খেয়েছি ঘরে থাকতে পারি নাই না খেয়ে নেতা কর্মীদের খাওয়ার সহযোগিতা করেছি এসব কিছু বিবেচনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক বিচক্ষণ নেতা সবদিক বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিবেন।

তবে দলের যাকেই ধানের শীষ প্রতীক দেয়া হোক তার জন্যই কাজ করে যাব। ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরীর খোকন তার বক্তব্যে একই কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এ জেড এম রেজানুল হক বলেন সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে দিনাজপুর ৫ আসন টিকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য যা যা করার দরকার তা সকলকে নিয়ে কাজ করে যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon