আগামী ১০ ই মে শনিবার ২০২৫ ইং তারিখে চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ৩রা মে শনিবার লোহাগাড়া থানা সংলগ্ন গ্রান্ড মাশিবীর হল রুমে লোহাগাড়া উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশন মূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সাব্বির।
এর সভাপতিত্বে ও লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি আবু সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আরফাত হোসেন, জেলা যুবদল সদস্য হেলাল উদ্দিন, উপজেলা যুবদল সি. যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং উপজেলা ও ইউনিয়ন এর সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।