1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

এক ঘণ্টার মধ্যে আ.লীগকে নিষিদ্ধ করার আলটিমেটাম

বার্তা ডেস্ক:
  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই সময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গণজমায়েতে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে শাহবাগ থেকে বাংলামটর অবরোধ করা হবে। পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যাওয়া হবে।

এর আগে শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি সামনে রেখে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

এর অংশ হিসেবে শনিবার বিকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে থাকে ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও ছাত্র-জনতা। সন্ধ্যা পর্যন্ত দাবি আদায়ে অনড় অবস্থানের পাশাপাশি নানা স্লোগান দিতে দেখা গেছে তাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon