নেত্রকোণার কেন্দুয়ায় সামাজিক অবক্ষয় রোধে মাদক, জুয়া ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। “মাদক, জুয়া ও ইভ টিজিংমুক্ত সমাজ গড়ি – সুস্থ প্রজন্ম চাই” স্লোগানকে সামনে রেখে সদাচার সামাজিক সংস্থা (সসাস) সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেলে রামপুর বাজার চৌরাস্তায় এই সভার আয়োজন করে।
এটি ছিল কেবল একটি সভা নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অঙ্গীকারের এক মঞ্চ। প্রশাসন ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিসদাচার সামাজিক সংস্থা (নিবন্ধন নং: নেত্র-০৭০১) আয়োজিত।
এই সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সভায় সভাপতিত্ব করেন সসাসের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা মাদক, জুয়া ও ইভ টিজিংয়ের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা জানান, এসব অপরাধ সমাজের মূল্যবোধ ও যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। প্রধান অতিথি ইমদাদুল হক তালুকদার বলেন, “শুধু প্রশাসনের একার পক্ষে এসব অপরাধ দমন সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধভাবে সচেতন হতে হবে।
একত্রে প্রতিরোধ গড়ে তুললে এই ব্যাধি নির্মূল সম্ভব।” সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই সভা কেবল বক্তৃতার মঞ্চ নয়, এটি একটি অঙ্গীকার। যারা এসব অপরাধে জড়িত, তারা এখনই সংশোধন হোন।
সমাজ জেগে উঠেছে, আর আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে রয়েছে।” অন্যান্য বক্তারা পরিবারকে নৈতিকতা ও সদাচারের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন, যা অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গণ-অঙ্গীকারের মঞ্চসভায় শিক্ষক, শিক্ষার্থী, তরুণ প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দল-মত নির্বিশেষে সকলে মাদক, জুয়া ও ইভ টিজিংমুক্ত সমাজ গড়ার প্রতিজ্ঞা করেন। সসাস দীর্ঘদিন ধরে কেন্দুয়ায় সামাজিক উন্নয়ন ও নৈতিকতা বিষয়ক কার্যক্রম চালিয়ে আসছে। তাদের স্লোগান “সুন্দর সমাজ গড়তে চাই – মাদকমুক্ত বাংলাদেশ চাই” এই সভায় প্রতিফলিত হয়েছে।
আশার আলোপথসভার শেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, রামপুর বাজার থেকে শুরু হওয়া এই উদ্যোগ একটি মাইলফলক হবে। এটি কেন্দুয়াসহ পুরো নেত্রকোণায় সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গঠনে নতুন দিগন্ত উন্মোচন করবে।