1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কের ঘোষণা যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু যুদ্ধবিরতির পর গাজায় ২৪ হাজার টন ত্রাণ পৌঁছেছে: জাতিসংঘ প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি

৮ বছর পর অপহরণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করলো নাঃগঞ্জ পিবিআই

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

পিবিআই নারায়ণগঞ্জ জেলা কর্তৃক ডিএমপি ঢাকার কদমতলী থানা এলাকা হতে ২০১৭ সালে সংঘঠিত রেহানা আক্তার (ছদ্ম নাম) (১৩) অপহরণের ঘটনায় জড়িত মূল আসামী মোঃ আল আমিন (২৮) কে দীর্ঘ আট বছর পর গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার মামলা নং- ৭৭, তারিখ- ২০/০৪/২০১৭, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) আইনের ৭/৩০ ধারা।

ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা মসজিদ মার্কেট এর সামনে হতে, থানা হতে অনুমান দূরত্ব ০৪ কিঃ মিঃ পশ্চিম / উত্তর কোন মৌজা নং- ১৫০ ইউপি নং- ০৩, কুতুবপুর।

অত্র মামলার ভিকটিম রেহানা আক্তার (ছদ্ম নাম) (১৩) মাসদাইরস্থ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে পড়াশোনা করততো। পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত না করে চূড়ান্ত রিপোর্ট সত্য পুলিশ প্রতিবেদন দাখিল করায় বাদী বিজ্ঞ আদালতে নারাজীর আবেদন করেন।

বিজ্ঞ আদালত বাদীর নারাজীর আবেদন মঞ্জুর করে আর মামলাটি তদন্তের জন্য পিবিআই নারায়ণগঞ্জ জেলাকে নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে পিবিআই হেডকোয়ার্টার্স স্বারক নং-পিবিআই মামলা ১৩৮-২০২৪/ ৩০৭/ সিআরও (পূর্ব), তারিখ- ২৭/০৩/২০২৪ মূলে পুলিশ পরিদর্শন মোঃ আব্দুল বাতেন মিয়াকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

মামলার এজাহার নামীয় আসামীরা দীর্ঘ দিন পলাতক এবং আত্মগোপনে থাকায় পিবিআই নারায়ণগঞ্জ জেলার ট কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বাতেন মিয়া তথ্য প্রযুক্তির বিশ্লেষণ এবং গোপন তদন্তের রিত্তিতে ডিকটিব রেহানা আক্তার (যন্ত্রনয়) (১৩) কে অপহরণের ঘটনায় জড়িত মূল আসামী মোঃ আল- আমিন (২৮), পিতা- মৃত: আবুল খায়ের সরদার, সাং- চন্দপুর, হয়/নি। সেনেরচর, খানা- আজিরা, জেলা- শরীয়তপুরকে গত ইং ২৫/০৯/২০২৫ আরিখ বিকাল অনুমান ১৭:৩০ ঘটিকায় চিনি কদমতলী থানা এলাকা হতে গ্রেফতার করেন। উক্ত আসামীকে নিবিড়জবে জিজ্ঞাসাবাদ করলে সে ভিকটিম রেহানা আক্তার (হায়) (১৩) কে অপরাপর সহযোগী আসামীদের সহায়তায় ফতুল্লা পাগলা মসজিদ মার্কেটের সমৃদ্ধ হয়ে অগহর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভিকটিম রেহানা আকার (হয়নাম) (১৩) আসামী আল-(২৮)এ পূর্ব পরিকল্পিতভাবে অপরাপর সহযোগী আসামীদের সহায়তায় চিকটিম বেমানা আক্ষার (১৩) কে অমরণ করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন (২৮) কে অদ্য ২০/০৯/২০২৫ আদিপত ও মাফলার মূল রহস্য উদঘাটনের জন্য ০৫(পাঁচ) দিনের জন্য পুলিশ রিমান্ড আবেদন করলে ০৩ (তিন) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

পিবিআই সূত্রে জানা যায় মামলা‌টির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

One thought on "৮ বছর পর অপহরণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করলো নাঃগঞ্জ পিবিআই"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon