মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ– বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে ভূল পথে চলে আসে বাকিং ডিয়ার নামের একটি বিরল প্রজাতির হরিন।পরে হরিন টিকে অবমুক্ত করা হয়। ২৮শে মে বৃহস্পতিবার বিকালে শরণখোলার এলাকাবাসী স্হানীয় বন সুরক্ষা কমিটির সদস্য বৃন্দ ও বনরক্ষিরা মিলে হরিনটি পূর্ব সুন্দরবনের ভোলা ক্যাম্প এলাকায় ছেড়ে দেয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেন্জ্ঞ কর্মকর্তা জয়নুল আবেদীন জানান,বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে হরিনটি কে হাটতে দেখা গিয়েছিলো।বিষয়টি প্রথমে এলাকাবাসী দেখতে পায়।
পরে এলাকাবাসী ও ওয়াইল্ড টিমের ভিটি আরটি, সিপিজির স্হানীয় সদস্যরা হরিনটি কে উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। পরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেন্জ্ঞের বন রক্ষিরা এসে বিকালে সুন্দরবন থেকে আসা হরিনটি কে সুন্দরবনে অবমুক্ত করেন।