সিলেটে থানা পরিদর্শনকালে লাল গালিচা বিছানো দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় এ ঘটনা ঘটে।
এ সময় উপদেষ্টা বলেন, ‘আমি বারবার বলেছি তোমাদের, এই প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ। মেইন কাজ করতে পারি না। ১০০ বার একটা কথা বললে তোমরা শুনো না।’
জাহাঙ্গীর আলম পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘পুলিশ থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাঁদের থাকা-খাওয়ার অনেক সমস্যা আছে। এই যে ধরেন তাঁরা একটা ভাড়া বাড়িতে থাকে। এগুলোর উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে, দিতে হবে কিছু।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে পাঠানো চিঠির বিষয়ে কোনো সর্বশেষ তথ্য আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘ইন্টারপোলের আপডেট আগে যেটা আছে, ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, ‘পরিবর্তন অনেক হইছে, আল্লাহ দিলে আরও হবে। দেখুন, যে যা-ই বলুক না কেন, রোজার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত ছিল।’
পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, তাদের আমরা ধরে আনব। তাদের আইনের আওতায় নিয়ে আসব। তাই আবারও বলছি, এসব ক্ষেত্রে আপনারা (সাংবাদিকেরা) যেটা সত্য, সেটা তুলে ধরে আমাদের জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেব। অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা, তাদের নতুন গাড়ি নাই। অনেক গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হইছে। আর আমরাও এখনো নতুন গাড়ি তাদের দিতে পারি নাই। তবে টাকা বরাদ্দ হইছে, হয়তো দ্রুত তারা গাড়ি পেয়ে যাবে।’