লোহাগাড়ায় চলন্ত রেলে লাফ দিয়ে আত্মহত্যা করল বাদশা নামক এক ব্যক্তি। তার বাড়ী লোহাগাড়া উজির ভিটা মজিদার পাড়া এলাকায়। তার পিতার নাম রজিউল্লাহ। ১৯ মে সোমবার আধুনগর স্টেশনের পাশে রুপবান পাড়া সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনাটি সচক্ষে দেখেছেন, এমন কয়েকজন লোকের ভাষ্যমতে, কক্সবাজার অভিমুখি পর্যটন এক্সপ্রেস নামক রেলে মধ্যবয়সী একজন লোক হঠাৎ চলন্ত রেলের সামনে লাফ দেয়,তৎক্ষণাৎ লোকটির দেহ দুই টুকরা হয়ে পড়ে।
ফলে সে মারা যায়। নিহত বাদশা একজন প্রবাসী বলে জানা যায়। নানান বিষয় নিয়ে পারিবারিক কলহ ছিল বলে স্থানীয় লোকজন জানান। আর এই পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যা ঘটনাটি ঘটে বলে ধারনা করা হয়।