দিনাজপুরের মহনপুর ব্রিজ (রাবার ড্রাম) নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর ডুবে যাওয়া ছেলেটির টানা ৬ ঘন্টা উদ্ধারের প্রচেষ্টার চালায় । দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি পরে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি কর্মীরা ।
স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরেই ঈদের ছুটি কাটাতে বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত মোহনপুর ব্রিজ (রাবার ড্রামে ) নামক স্থানে ঈদ আনন্দ উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে অনেকেই । কয়েকজন বন্ধু সহ নদীতে গোসল করতে নামে, কিন্তু বেগতী হয়ে পা পিছলে গভীর পানিতে ডুবে যায়।

এ সময় গোসল করতে গিয়ে দিনাজপুর সদর উপজেলার ফুলবাড়ী বাসস্টান সংলগ্ন (শেখপুরা )নিম্নগর গ্রামের ভোলা মিয়ার ছেলে মোঃ জামিনুল ইসলাম (১৮ )সহ তার কলেজ পড়ুয়া কয়েকজন বন্ধুরা মিলে ঈদ আনন্দ উপভোগ করতে গিয়েছিল মোহনপুর (রাবার ড্রাম) ব্রিজে । সেখানে তারা নদীতে গোসল করতে নেমে।
গোসলের একপর্যায়ে পা পিছলে এক যুবক নিখোঁজ হয়, তার বন্ধুরা সহ সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করে । নিখোঁজের পর স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও রংপুরের একটি উদ্ধারকারী ডোবারু টিমকে ফোন দিলে তারা দ্রুত ঘটনাস্থল এসে ফায়ার সার্ভিস কর্মীরাসহ উদ্ধারের চেষ্টা করে, টানা ৬ ঘণ্টা পর উদ্ধারকারীরা নিখোঁজ সেই যুবককে মৃ,ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পরে ডুবে যাওয়া যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।