 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাট্য সংগঠন লোক নাট্যদলের (বনানী) বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। সংগঠনটির মালিবাগ কার্যালয়ে এই সভা হয়। সভায় গত দুই বছরের কার্যক্রম প্রতিবেদন, পরবর্তী এক বছরের পরিকল্পনা ও গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক (ডানে) আবদুল্লাহ আল হারুন। অর্থ সম্পাদকের পক্ষে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন দলের সভাপতি (বামে) অভিজিৎ চৌধূরী।
সভার দ্বিতীয় পর্বে সদস্যদের প্রস্তাবক্রমে আগামী দুই বছরের (২০২৪-২৫ ও ২০২৫-২৬) অভিজিৎ চৌধূরীকে সভাপতি এবং আবদুল্লাহ আল হারুনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী পরিষদ গঠন করা হয়। লোক নাট্যদলের কার্য-নির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের তালিকা নিম্নরূপ:
সভাপতি অভিজিৎ চৌধূরী, সহ-সভাপতি ইউজিন গোমেজ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার কায়সার, সাংগঠনিক সম্পাদক আবু তাহের লিটন আকাশ, অর্থ সম্পাদক পিনাকী রঞ্জন সরকার পিন্টু, সহ-অর্থ সম্পাদক সুধাংশু নাথ, প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক এস এম আজাদ রহমান, সহ-প্রচার; জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক নূর তাজমিন নিরু, প্রশিক্ষণ; উন্নয়ন ও অনুষ্ঠান সম্পাদক হাফিজুর রহমান, সহ-প্রশিক্ষণ; উন্নয়ন ও অনুষ্ঠান সম্পাদক সোহেল মাসুদ, দপ্তর ব্যবস্থাপনা সম্পাদক আবদুল আউয়াল খান, সহ-দপ্তর ব্যবস্থাপনা সম্পাদক দিপ মিনহাজুল হুদা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মনিকা বিশ্বাস, সদস্য-১ জাহিদ চৌধুরী, সদস্য-২ সেলিম চৌধুরী, সদস্য-৩ তানজিনা রহমান।
সভা শেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।