 
																
								
                                    
									
                                 
							
							 
                    তাইওয়ানে বুধবার ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এ ছাড়া রাজধানী তাইপেতে ভবন কেঁপে ওঠার কথা জানান এএফপির সাংবাদিকরা।
ইউএসজিএস জানায়, হুয়ালিয়েন সিটি থেকে ৭১ কিলোমিটার দক্ষিণে পূর্ব উপকূলে প্রায় ৩১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে তাইতুং ফায়ার ডিপার্টমেন্ট এএফপিকে জানিয়েছে।
পূর্ব উপকূলের চেংগং শহরের এক অগ্নিনির্বাপণকর্মী বলেন, ‘ভূমিকম্পের সময় কম্পিউটার স্ক্রিন ও ফ্যান তীব্রভাবে কাঁপছিল। এটা আগের ভূমিকম্পগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আমি তখনই বাইরে ছুটে যাওয়ার কথা ভাবি।’
তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়। কারণ এটি দুটি টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত এবং প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার এলাকায় পড়েছে, যা ইউএসজিএসের মতে পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল।
এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে দ্বীপটিতে ৭.৪ মাত্রার একটি প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে। কর্তৃপক্ষের মতে, সেই ভূমিকম্প ২৫ বছরে সবচেয়ে শক্তিশালী ছিল। এতে অন্তত ১৭ জন নিহত, ভূমিধস এবং হুয়ালিয়েন এলাকার বহু ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।