 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্বল্প সময়ের যাত্রায় অসামান্য সাফল্য- গ্রাহক আস্থা থেকে শুরু করে কর্মীদের সমুদ্র ভ্রমণ বাংলাদেশের রিয়েল এস্টেট আকাশে এক নতুন নাম – “ফুজিসান প্রপার্টিজ লিমিটেড”।
স্বল্প সময়ের যাত্রা শুরু করে এই কোম্পানি, আজ অক্টোবরে তিনটি ম্যাগনিফিসেন্ট প্রজেক্ট এবং একটি পাঁচ তারকা হোটেলের সাফল্য নিয়ে দাঁড়িয়ে আছে।
বর্তমানে ফুজিসান তিনটি প্রজেক্ট হাতে নিয়েছে, তার মধ্যে ফুজিসান গ্রীন সিটি, ফুজিসান টোকিও সিটি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত। ফুজিসান ওসাকা সিটি ঢাকার মাওয়া রোডে অবস্থিত, এছাড়াও ফুজিসানের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে জাপান- বাংলাদেশের যৌথ উদ্যোগে “হোটেল সানি ভিস্তা” নামে কক্সবাজার কলাতলীতে ১৪ তলা একটি পাঁচ তারকা হোটেলের শুভ উদ্ভোধন ঘোষনা করেন ৫ই অক্টোবর ২০২৫ রাত ৮:৩০ মিনিটে।

ফুজিসান তাদের ধারাবাহিক সাফল্যের স্মৃতি হিসেবে প্রতিষ্ঠানের সমস্ত কর্মকর্তা-কর্মচারী সর্বমোট ১৮০ জন কে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ করতে নিয়ে এসেছেন। এতে করে ফুজিসান প্রপার্টিজ এর কর্মীদের কাজের উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে।
ফুজিসান প্রপার্টিজের স্বল্প সময়ের গ্রাহকদের যে বিশাল বিশ্বাস ও আস্থা অর্জন করতে পেরেছে সেটি বাংলাদেশে প্রথম। ফুজিসানের তিনটি প্রজেক্টের মধ্যে রয়েছে ঢাকার পূর্বাচল এবং মাওয়া রোডে।
এরই ধারাবাহিকতায় আজ ৫ই অক্টোবর ২০২৫ কক্সবাজার হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ এ “হোটেল সানি ভিস্তা” নামের একটি পাঁচ তারকা হোটেল এর শুভ উদ্ভোদন ঘোষনা করেন “ ফুজিসান প্রপাটিজ লিমিটেড” এর ডিরেক্টর মোঃ রেজাউল্লাহ রেজা, ভাইস চেয়ারম্যান কাজী তারিকুল ইসলাম, ডিরেক্টর মোঃ নাজমুল হুসাইন এবং খালিদ সাইফুল্লাহ।
এছাড়াও এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুজিসান প্রপার্টিজ এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।