গতকাল বুধবার সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গণে অধ্যক্ষ মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টার লাইন গ্ৰুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাস।
আরো উপস্থিত ছিলেন, ফেনী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক তাজুল ইসলাম ভুঁইয়া, ভাইস প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস ও কো অর্ডিনেটর নজরুল বিন মাহমুদুল।ওরিয়েন্টেশন ক্লাস এ প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। এর মধ্যে নতুন ভর্তি কৃত শিক্ষার্থী ছিল ১৫০ জন। প্রধান অতিথির বক্তব্যে জাফর উদ্দিন বলেন, “”স্টারলাইন গ্রুপ একটি ব্যবসা প্রতিষ্ঠান হলে ও এটি শিক্ষা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নের ভূমিকা পালন করছে। স্টার লাইন প্রাউড ইন্টারন্যাশনাল স্কুলের মাধ্যমে শিক্ষা খাতে স্টার লাইন গ্রুপ যে অবদান রাখছে এর ধারাবাহিকতা চলমান থাকবে।”