 
																
								
                                    
									
                                 
							
							 
                    চট্টগ্রাম জেলার সাতকানিয়া আইনজীবি সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট জসিম উদ্দীন সাহেবের অস্ত্রোপচার ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে, তিনি ৫/৬ মাস যাবত কোমরের ব্যথায় ভুগতেছিলেন। দেশে বহু চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ হয় নাই।
ফলে পরিবারের সকলের সাথে পরামর্শ ক্রমে পাশের দেশ ভারতে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত হয়। তাই চিকিৎসা ভিসার আবেদন করলে ভিসা প্রাপ্ত হয়। সেভাবে তিনি গত ৩রা জুন ভারতে সি এম সি হাসপাতালে যান। সেখানে ডাক্তার দেখানো পর গত ১৩ জুন তিনি হাসপাতালে ভর্তি হন।
পরবর্তীতে কোমরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। তিনি ফোনে এই প্রতিবেদককে জানান, অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর বেশ কয়েকদিন তীব্র ব্যথা অনুভব করেছি, বর্তমানে একটু সুস্থতাবোধ করছি, ডাক্তার দেখানোর পর ছাড়পত্র পেলে দেশের উদ্যেশে রওয়ানা হব। আমি সকলের কাছে দোয়া কামণা করি।