1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কের ঘোষণা যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু যুদ্ধবিরতির পর গাজায় ২৪ হাজার টন ত্রাণ পৌঁছেছে: জাতিসংঘ প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি

ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের অযোক্তিক দাবি বাতিলের দাবিতে মানববন্ধন

আব্দুর রহমান, চীফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫

আজ বুধবার (২ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে নাবিকদের পক্ষ থেকে এই খাতের সুরক্ষায় পাঁচ দফা দাবি পেশ করা হয়।

প্রতি বছর প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক আয় এনে দেওয়া দেশের মেরিন খাত চরম সংকটে পড়ছে- এমন দাবি বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির। এর মধ্যে সরকার ডিপ্লোমাধারীদের সিডিসি (Continuous Discharge Certificate) দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। যা এই খাতে আরও হুমকি বাড়াবে বলে আশঙ্কা তাদের। 

তাই এই সিডিসি প্রদানের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ দাবি করে সেটি বাতিল, বেকার ক্যাডেট ও রেটিংসদের চাকরি নিশ্চিতকরণ এবং দুবাইয়ের ট্রানজিট ভিসা সমস্যার সমাধানসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন নাবিকরা।

বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে বলা হয়েছে, বর্তমানে বিদেশি জাহাজে চাকরির ক্ষেত্রে বাংলাদেশি নাবিকরা ভিসা সমস্যা, প্রশাসনিক জটিলতা এবং নীতিমালার অভাবে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন। ফলে শুধু ক্যাডেট ও রেটিং পর্যায়েই এখন শত শত নতুন সিডিসি পাওয়া নাবিক বেকার। আগামী পাঁচ মাসে এই সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

এ অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসএসসি পাস ডিপ্লোমাধারীদের অফিসার ক্যাডেট পর্যায়ে সিডিসি প্রদানের প্রস্তাব নিয়ে তীব্র আপত্তি জানান নাবিকরা। তাদের দাবি, এটি আন্তর্জাতিক মেরিটাইম মানদণ্ড এবং দেশের বিদ্যমান নৌবিধির স্পষ্ট লঙ্ঘন।

নাবিকরা বলেন, ‘ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি’ কোর্স আন্তর্জাতিক STCW কোড A-III/1  অনুযায়ী স্বীকৃত নয় এবং বাংলাদেশ মেরিন শিপিং অর্ডিন্যান্স ১৯৮৩ অনুযায়ীও এটি অফিসার ট্রেনিংয়ের যোগ্য নয়।

এছাড়া নৌ অধিদফতরের অধীন কোনো অনুমোদিত প্রতিষ্ঠান নয় বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রস্তাবিত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশ আন্তর্জাতিক IMO হোয়াইট লিস্ট থেকে বাদ পড়তে পারে। এতে করে আন্তর্জাতিক ম্যানিং এজেন্সিগুলোর আস্থা হারাবে এবং দেশের মেরিন খাতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নাবিকরা বলেন, বাংলাদেশ মেরিন একাডেমি ব্যতীত অন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে মাত্র ৬ মাসের ট্রেনিং নিয়ে অফিসার পর্যায়ের সিডিসি দেওয়া হলে তা যোগ্যতার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করবে এবং সেক্টরের মর্যাদা ক্ষুণ্ন করবে।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল— প্রস্তাবিত সিডিসি প্রদান পরিকল্পনা বাতিল ও নৌ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ, চাহিদাভিত্তিক রিক্রুটমেন্ট কোটা নির্ধারণ, বিদেশি চাকরির ক্ষেত্রে ভিসা সমস্যা সমাধানে পদক্ষেপ, প্রশিক্ষণ ও নিয়োগে দুর্নীতি বন্ধ, ভেনেজুয়েলায় বন্দি ক্যাপ্টেন মাহবুবের মুক্তি।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সেখানে উপস্থিত উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘প্রত্যেক নাবিক একেকজন অঘোষিত রাষ্ট্রদূত। রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষায় এই সেক্টরের পেশাগত মান ও নীতিমালার বিষয়ে কোনো আপস করা চলবে না।’

নাবিকদের দাবি, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে একটি দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন না করলে মেরিন খাত থেকে বাংলাদেশের আয় ও অবস্থান দুটিই ঝুঁকির মুখে পড়বে।

বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মুখ্য সংগঠক মাস্টার মেরিনার ক্যাপ্টেন রেদওয়ান সিকদারের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সদস্য ক্যাপ্টেন আতিক ইউ এ যান, বাংলাদেশ মার্চেন্ট লিপিং ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চিফ ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই এসোসিয়েশননের কার্যনির্বাহী সদস্য মেরিন ইঞ্জিনিয়ার মো. গোলাম জিলানী, মেরিন ফিশারিজ একাডেমি এক্স ক্যাডেট এসোসিয়েশনের ঊর্ধ্বতন সহসভাপতি চিফ ইঞ্জিনিয়ার রইচ উদ্দিন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অ্যালামনাই এসোসিয়েশনর সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon