 
																
								
                                    
									
                                 
							
							 
                    নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজ যুবদল নেতা মো. রফিকুল ইসলাম শামীম (৩৮) এর ঘটনায় ২৪ দিন পর অপহরণ মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) শামীমের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলাটি করেন।
এতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গত ২ জুলাই রাতে শামীম তার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। বাদী অভিযোগ করেছেন, তাকে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে।
এই ঘটনাটি এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি করেছে। একজন রাজনৈতিক কর্মীর এভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং দীর্ঘদিন পর মামলা দায়েরের বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিখোঁজ শামীমের অবস্থান নিশ্চিত করা এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি উঠেছে।
( দৈনিক স্বাধীন বার্ত কে অভিনন্দন জানাই )
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।