দৈনিক স্বাধীন বার্তা’র নেত্রকোণা জেলা প্রতিনিধি মোঃ ইকবাল কবিরের ফুফাত ভাই আজিজুল হক (জুয়েল) (৫৪) মৃত্যুবরণ করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইকবাল কবির জানান, আমার সমবয়সী ও সবচেয়ে প্রিয় ফুপাতো ভাইটি মাত্র ৫৪ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যাবে আমরা এটি কল্পনাতেও ভাবতে পারিনা।
মৃত আজিজুর হক (জুয়েল), তাড়াইল উপজেলার সাররং (সেকান্দর নগর) গ্রামের নিবাসী হলেও বর্তমানে কেন্দুয়া পৌরসভার শান্তিবাগ-এর ওয়াল্টন প্লাজা ভবনে থাকতেন। গত ১লা আগস্ট (শুক্রবার) আনুমানিক দুপুর ২টায় ময়মনসিংহের- কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ইকবাল কবির আরো জানিয়েছেন, কর্ম জীবনে জুয়েল ছিলেন একজন অত্যন্ত সৎ, সামাজিক, ধর্মপরায়ণ এবং বন্ধু-পরায়ণ ব্যক্তি। ছোট বেলার খেলার সাথী হিসেবে তাঁর সাথে কাটানো অসংখ্য স্মৃতি আজ মনে ভেসে আসছে। তাঁর হঠাৎ চলে যাওয়া আমাদের সবার জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি এবং প্রার্থনা করছি যে, মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। শোক সন্তপ্ত পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজনসহ, সকল শুভানুধ্যায়ীর প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দিন এবং সকালের নিকট দোয়া চাই।