 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হবে। জাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধুমাত্র জুলাই ঘোষণাপত্রের এক টুকরো কাগজ উপস্থাপন করা হলে জুলাইয়ের চেতনা বাস্তব রূপ লাভ করতে পারবে না। ফ্যাসিবাদ একেক রূপে ফিরে আসবে।
সোমবার (৪ আগস্ট) ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরামের (এনপিএফ) আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ‘আধিপত্যবাদের দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর একটি দল আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করতে ভারতের খপ্পরে পড়ে জুলাই চেতনার বিপক্ষে ভূমিকা রাখছে।’
ভারতের প্রভাব নিয়ে সতর্ক করে ড. হেলাল বলেন, যারাই ভারতের খপ্পরে পড়বে, তাদেরকেই ভারতে পাড়ি জমাতে হবে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে তারা কখনো দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারে না।
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চললেও দলটির কোনো নেতাকর্মী কখনো বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়নি বা বিদেশে বসে রাজনীতি করেনি। জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে।’
জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যতিত পৃথিবীর কোথাও জামায়াতে ইসলামীর নেতাদের কোনো ঠিকানা নেই। জামায়াতে ইসলামী স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী, এজন্য নেতাকর্মীরা এদেশের অতন্দ্রী প্রহরী হিসেবে কাজ করছে। জামায়াত ক্ষমতায় গেলে দেশপ্রেমিক, সচেতন সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বৈষম্যহীন, কল্যাণমুখী ও মানবিক বাংলাদেশ গঠন করা হবে।’
সভায় সভাপতিত্ব করেন এনপিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কর্মপরিষদ সদস্য মো. আব্দুল হাই এবং গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ইয়াছির আলী।