গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, নৃশংসভাবে তুহিনকে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে দেশে যত সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে, তার বেশিরভাগেরই সঠিক বিচার হয়নি। এর ফলে এমন ঘটনা দিন দিন বেড়েই চলেছে।
সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ও বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। হত্যা মামলার আসামি হয়েও আদালতের নির্দেশে তিনি চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। তিনি অবিলম্বে বাবুকে গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহসভাপতি আব্দুল আজিজ জামালী, সাধারণ সম্পাদক রফিকুল বারী, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম মুসা, নির্বাহী সদস্য ও নিউজ২১ এর সাংবাদিক মাজহারুল ইসলাম মিন্টু, কালবেলার সাংবাদিক আকন্দ সোহাগ, নির্বাহী সদস্য ও মুক্তকালের সাংবাদিক আব্দুর রহিম খান, ইউসুফ আলী প্রমুখ।