 
																
								
                                    
									
                                 
							
							 
                    মজিবুর রহমান খান সভাপতি, তাজ উদ্দিন ফারাস সেন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ প্রতীক্ষার পর নেত্রকোণা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। এতে বিপুল সংখ্যক ভোটারের সমর্থনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জনাব মোঃ মজিবুর রহমান খান।
তার প্রতিদ্বন্দ্বী তাজেদুল ইসলাম ফারাস সুজাতকে তিনি ৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মজিবুর রহমান খান পেয়েছেন ৪২৪ ভোট, আর সুজাত পেয়েছেন ৪১৭ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ তাজ উদ্দিন ফারাস সেন্টু। তিনি তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাককে ১১৫ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন। তাজ উদ্দিন ফারাস সেন্টু পেয়েছেন ৪৭৮ ভোট, যেখানে আব্দুর রাজ্জাকের প্রাপ্ত ভোট সংখ্যা ৩৬৩।
এই সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট শাহ ওয়ারছ আলী মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন একই বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আবু ওয়াহাব আকন্দ। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালী ও আব্দুল বাবী ড্যানী।

নব-নির্বাচিত সভাপতি মোঃ মজিবুর রহমান খানের এবং নব সাধারণ সম্পাদক পদে মোঃ তাজ উদ্দিন ফারাস সেন্টু। এই বিজয় দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের তার প্রতি গভীর আস্থা এবং ঐক্যের প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ফলাফল প্রমাণ করে যে, তার বলিষ্ঠ নেতৃত্বে নেত্রকোণা সদর বিএনপি ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
সম্মেলনের আয়োজক কমিটি সকল কাউন্সিলর ও ডেলিগেটদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে, যাদের অংশগ্রহণে এই সম্মেলন সফল হয়েছে। (দলের নেতাকর্মীরা বিশ্বাস করেন, নব নির্বাচিত সভাপতি মোঃমজিবুর রহমান খানের এবং সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন ফারাস সেন্টু।
দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নেত্রকোণা সদর বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে।