 
																
								
                                    
									
                                 
							
							 
                    নেত্রকোণা, ৮ অক্টোবর (বুধবার): নেত্রকোণা জেলার মান্যবর জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান আজ কলমাকান্দা উপজেলা পরিদর্শন করেছেন। উপজেলাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময়, বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বাস্তবায়ন ও প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করাই ছিল এই গুরুত্বপূর্ণ সফরের মূল লক্ষ্য।
প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বারোপ পরিদর্শনকালে নেত্রকোণ জেলা প্রশাসক উপজেলার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকল সরকারি অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের কাজের মান তদারকি করেন। এসময় জনাব জামান জনগণের সেবায় প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল এবং জনবান্ধব করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ আহ্বান জানান।
উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন জনমুখী এই সফরে জেলা প্রশাসক একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন ও উপকরণ বিতরণ করেন। এর মাধ্যমে সমাজের বিভিন্ন প্রান্তিক শ্রেণির মানুষ সরাসরি উপকৃত হন:
ভিক্ষুক পুনর্বাসন: ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় পুনর্বাসিতদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়, যা তাদের নতুন করে উপার্জনের সুযোগ সৃষ্টি করবে। কৃষি সহায়তা: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উৎপাদন বাড়াতে বিনামূল্যে উন্নত বীজ ও সার বিতরণ করা হয়।
শিক্ষা সহায়তা: সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়, যা তাদের উচ্চশিক্ষার পথে উৎসাহ যোগাবে। এছাড়াও, তিনি কলমাকান্দা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
পর্যটন শিল্পের সম্ভাবনা পর্যবেক্ষণ ও পরিকল্পনা জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কলমাকান্দা উপজেলার পর্যটন শিল্পের অপার সম্ভাবনা স্বচক্ষে পর্যবেক্ষণ করেন
এলাকার নৈসর্গিক সৌন্দর্য ও পর্যটন সক্ষমতা দেখে তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে কলমাকান্দাকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসনের এই সমন্বিত এবং জনকল্যাণমুখী উদ্যোগ কলমাকান্দা উপজেলাকে উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্তে পৌঁছে দেবে বলে পরিদর্শন শেষে উপস্থিত সকলেই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।