নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বুধবার (২০ আগস্ট) সকালে সিএনজি চালক নুরুজ্জামাল (৩৫)-এর লাশ উদ্ধারের পর তার হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় সিএনজি শ্রমিক ইউনিয়ন।
লাশ উদ্ধার ও ঘটনার বিবরণ বুধবার সকাল ৯টার দিকে কেন্দুয়া উপজেলার আদমপুর-দুল্লী সড়কের পাশের একটি মরা বিল থেকে নুরুজ্জামালের লাশ উদ্ধার করা হয়। তিনি কেন্দুয়া উপজেলার ৯ং নওপাড়া ইউনিয়নের – পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে। তার চাচা মোঃ মুকুল মিয়া লাশটি শনাক্ত করেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা এবং কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান। তাদের সঙ্গে পিবিআই ও সিআইডির সদস্যরাও যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। পুলিশ জানায়, নিহত নুরুজ্জামালের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল।
তবে তার সিএনজিটি ঘটনাস্থলের পাশেই অক্ষত অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সিএনজি শ্রমিক ইউনিয়ন তার বিচার দাবি করে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। শ্রমিকদের দাবি, নুরুজ্জামাল ছিলেন একজন সহজ-সরল মানুষ এবং তাদের ভাই। বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।