 
																
								
                                    
									
                                 
							
							 
                    নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি চালক নূরুজ্জামাল (৩৫) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং প্রধান আসামিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এক প্রেস নোটের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
গত ১৯ আগস্ট নূরুজ্জামাল তার সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। ২০ আগস্ট রাতে কেন্দুয়া থানা পুলিশ চিরাং ইউনিয়নের দুল্লী ব্রিজের কাছে তার সিএনজিটি পরিত্যক্ত অবস্থায় পায়। পরে ঘটনাস্থলের কাছাকাছি একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
এই ঘটনায় নূর জামানের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং ২০ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সন্দেহভাজন আসামি অলি মিয়াকে (৩০) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি অলি মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া, পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে।