ফেনী জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় ফেনী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ৩৪ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস এর আয়োজন করা হয়েছে। সোমবার সকালে ফেনী ইউনিভার্সিটির হলরুমে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাদ সেজান।
এছাড়া উক্ত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক সৈকত হোসেন সজীব। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ এম জামাল উদ্দিন। এছাড়া আরো বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার শাহ আলম, কলা অনুষদের ডিন প্রফেসর ডঃ নূর মোহাম্মদ, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আয়াতুল্লাহ, আইন বিভাগের প্রভাষক কাজী তাসনিম জাহান, তৌহিদুল ইসলাম,মাধবী পাল ও উম্মে হাবিবা জিতু সহ প্রমুখ। উক্ত ক্লাসে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান ও আইন শিক্ষার গুরুত্ব এবং ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আইন বিভাগের ভূমিকা সম্পর্কে যথাযথ আলোকপাত করেন।