 
																
								
                                    
									
                                 
							
							 
                    “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস” উপলক্ষে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি (বিপিএ) এর উদ্যোগে বিকেল ৩:০০ টায় শাহবাগ ঢাকায়, জাতীয় যাদুঘরের সামনে র্যালি ও পথসভার আয়োজন করা হয়। দিবসের প্রতিপাদ্য ছিল “বিপর্যয়কর ও জরুরি পরিস্থিতিতিতে মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ” ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, মানসিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ ও মনোবিজ্ঞান অনুরাগী ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিশিষ্ট মনোবিজ্ঞানী প্রফেসর ড. মাহামুদুর রহমান, প্রফেসর শামসুদ্দীন ইলিয়াস, প্রফেসর আমিনুল ইসলাম,এ এইচ এম মনিরুজ্জোহা,সাঈদ হোসেন, জিয়ানুল কবির,রওশন আরা জামান, ড. সেলিম চৌধুরী,রাখী গাঙ্গুলী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিনাত রেহানা লুনা।
বক্তাগন মানসিক স্বাস্থ্য সেবা দানকারী দের জন্য রেজিস্ট্রেশন কাউন্সিল গঠন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ , হাসপাতাল এবং কমিউনিটিতে মনোবিজ্ঞানী নিয়োগ দানের উপর গুরুত্বারোপ করেন। বক্তাগন মানসিক স্বাস্থ্য সেবা খাতে বিনিয়োগ ও বাজেট বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান। বক্তাগন দেশের সকল মানুষের জন্য মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
রাজধানী ছাড়াও বাংলাদেশে মনোবিজ্ঞান সমিতির বিভিন্ন আঞ্চলিক কমিটির উদ্যোগে দেশব্যাপী দিবসটি পালন করা হয়।