1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কের ঘোষণা যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু যুদ্ধবিরতির পর গাজায় ২৪ হাজার টন ত্রাণ পৌঁছেছে: জাতিসংঘ প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি

নেত্রকোণায় শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

“শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষকবৃন্দই জাতির প্রকৃত কর্ণধার” – এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) নেত্রকোণা জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। ​সকাল ১১.০০ ঘটিকায় শুরু হওয়া এই মানববন্ধনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সকল স্তরের শিক্ষক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে গেলেও তাঁরা দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাঁরা সরকারি শিক্ষক-কর্মচারীদের সমতুল্য সুযোগ-সুবিধা প্রদানের জোর দাবি জানান।

শিক্ষকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কমপক্ষে ২০% (সংগঠনের দাবি ৪৫%) বাড়ি ভাড়া প্রদান। শতভাগ উৎসব ভাতা প্রদান। ​১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান।
​শ্রান্তি বিনোদন ভাতা প্রদান।

এবতেদায়ী ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি অধ্যাপক জনাব খায়রুল কবীর নিয়োগীর সভাপতিত্বে এবং অফিস সেক্রেটারি প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শিক্ষক জনাব হাফিজুল্লাহ চৌধুরী আলিম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সেক্রেটারি মোঃ আল মুজাহিদ, মাদরাসা শিক্ষক পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি এসএমএন নাসিরুদ্দিন, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের জেলা সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সেক্রেটারি আব্দুস সেলিম, মাধ্যমিক শিক্ষক পরিষদ সদর উপজেলা সভাপতি মোঃ শামীম তালুকদার, মাদরাসা শিক্ষক পরিষদ সদর উপজেলা সভাপতি মাওলানা সাদেকুল ইসলাম, ইবতেদায়ী শিক্ষক পরিষদের সভাপতি জনাব মোঃ সামছুল আলম, কলেজ শিক্ষক পরিষদের সদস্য জনাব আলী উসমান আনসারী প্রমুখ।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃত্ববৃন্দ তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক মহোদয় বরাবর পেশ করেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ দ্রুত সরকারের প্রতি তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছেন।

তাঁরা আশা করেন, সরকার শিক্ষক সমাজের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ সমাজের এই সম্মানিত পেশার প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon