 
																
								
                                    
									
                                 
							
														বিশ্বের সাতটি দেশের সাথে মিল রেখে আজ পটুয়াখালী বদরপুরসহ ৩০টি গ্রামে ১৫ হাজার মানুষ পালন করেছে পবিত্র ঈদ-উল ফিতর। সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় ২ হাজার মানুষ বিশ্বের সাতটি দেশের সংগতি রেখে আগাম ঈদ উদ্যাপন করেছে।
আজ বুধবার সকাল সাড়ে দশটায় বদরপুর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বদরপুর দরবার শরীফের ইমাম শফিকুল আলম গনি জানান, বিশ্বের যে কোনো দেশে যদি চাঁদ দেখা যায় তার সাথে সঙ্গতি রেখে ঈদ পালন করা যায়।
১৯২৮ সন থেকে এখানকার গ্রাম বাসিরা একদিন আগে থেকে রোজা রেখে আসছে। গতকাল সন্ধ্যায় বিশ্বের সাতটি দেশে ঈঁদুল ফিতরের চাঁদ দেখা গেছে এরই ধারাবাহিকতায় আজ তারা ঈদুল ফিতর উৎযাপন করেছে।
গতকাল রাতে সোমালিয়া, নাইজেরিয়া, পাকিস্তানের কিছু অংশ সহ বিশ্বের ৭টি দেশে চাঁদ দেখা যায়। তাই তারা ও বাংলাদেশে থেকে বাংলাদেশের নিয়মনীতি অনুসরণ না করে বিশ্বের অন্য ৭টি দেশের নিয়ম মেনে বাংলাদেশে ঈদ উদযাপন করেছে।